কার্ড হারিয়ে মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ইমরান

প্রকাশিতঃ 2:25 pm | December 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মেট্রোরেল চালুর পর প্রথম জরিমানার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জরিমানা দেওয়া ব্যক্তি নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন। তার নাম ইমরান হোসেন নোমান। তার দাবি, মেট্রোরেলে একক যাত্রার কার্ড হারানোয় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার সময় স্টেশন থেকে কেনা কার্ডটি হারিয়ে ফেলেন। এ কারণে তাকে ৬০ টাকার টিকিটের জন্য ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিয়ে স্টেশনের ভেতর থেকে বাইরে আসেন তিনি।

ইমরান হোসেন রোমান বলেন, আমি ৬০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে সর্বশেষ ট্রেনে আগারগাঁও স্টেশনে এসেছি।

তিনি বলেন, ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই, হঠাৎ আমি টিকিট কার্ডটি হারিয়ে ফেলেছি। এজন্য স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।

কালের আলো/এসবি/এমএম