প্রধানমন্ত্রীকে স্পিকারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশিতঃ 4:18 pm | December 27, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুই নুর ই আলম চৌধুরী লিটন। এ সময় জাতীয় সংসদের হুইপরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ আতিকুর রহমান, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ, হুইপ ইকবালুর রহিম।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম