জয়ের পথে বাংলাদেশ, জমে উঠেছে ঢাকা টেস্ট

প্রকাশিতঃ 10:27 am | December 25, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঢাকা টেস্টের চতুর্থ দিন রোমাঞ্চ অপেক্ষা করছে মিরপুর শেরেবাংলায়। রোববার হতে পারে যে কোনো কিছুই। কারণ দিন শুরুর আগে দুদলেরই সমান সম্ভাবনা। এক্ষেত্রে ম্যাচটি জিতে নিতে বাংলাদেশের দরকার আরো ৬ উইকেট।

ভারত জানে, এই টেস্ট জিততে হলে টিকে থাকার চেষ্টা করা ঝুঁকিপূর্ণ। মিরপুরের পিচে সেটা কঠিন কাজ। তাই চতুর্থ দিনের শুরুতেই মারমুখী দেখা যায় ভারতীয় ব্যাটারদের। মেহেদি হাসান মিরাজ প্রথম ওভার করতে এসে দেন ৯ রান।

তবে দ্বিতীয় ওভারেই আঘাত হেনেছেন সাকিব। জয়দেব উনাদকাটকে (১৩) এলবিডব্লিউ করেছেন বাংলাদেশ অধিনায়ক। ৫৬ রানে ভারত হারায় ৫ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৭৪ রান। জিততে হলে আরও ৭১ রান করতে হবে অতিথিদের। উইকেটে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর শ্রেয়াস আইয়ার।

আগের দিনই সাজঘরে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল, শুভমান গিল, ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা আর বিরাট কোহলি। ৩৭ রান তুলতে ৪ উইকেট হারায় ভারত।

৪ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত। জিততে হলে আরও ১০০ রান দরকার ছিল তাদের।

কালের আলো/বিএএ/এমএম