বিজয় দিবসে বর্ণিল সাজে রাজধানীর থানা, উন্নত মানের খাবার পরিবেশন
প্রকাশিতঃ 11:25 am | December 17, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর প্রতিটি থানা। সবার মাঝে উৎসবের আমেজ। এছাড়া পুলিশ সদস্যদের জন্য ব্যবস্থা করা হয়েছে উন্নতমানের খাবারের ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ খাবার পরিবেশন করা হয়।
এ বিষয়ে ডিএমপিরস জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের প্রধান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ডিএমপির প্রতিটি ফোর্সের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। রাজধানীর প্রতিটি থানায় আজ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জানা গেছে, বিশেষ খাবারের তালিকায় ছিল— পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগিসহ আরও অনেকে কিছু।
রাজধানীর ধানমন্ডি মডেল থানায় সরেজমিনে দেখা যায়— দিবসটি ঘিরে এ থানায় কর্মরত প্রত্যেক সদস্যদের মাঝে আনন্দ কাজ করছে। বর্ণিল সাজে সেজেছে থানা ভবন। পরিষ্কার-পরিচ্ছিন্ন এবং থানার দেয়ালে শোভা পাচ্ছে আলোক সজ্জা।
ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘প্রতিবারই বিজয় দিবসে আমাদের বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। ডিএমপির পক্ষ থেকে এবং আমরা নিজেরা সমন্বয় করে থানা পুলিশের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা গ্রহণ করি।’
কালের আলো/ডিএস/এমএম