কাপ্তাইয়ে পাহাড়ি উপজাতি জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ
প্রকাশিতঃ 10:20 pm | December 13, 2022

কালের আলো ডেস্ক:
কাপ্তাইয়ের ওয়াজ্ঞাছড়াতে দরিদ্র পাহাড়ি উপজাতি জনগোষ্ঠীর মাঝে ৩০০ কম্বল বিতরণ করেছেন রাউন্ড টেবিল বাংলাদেশ এবং লেডিস সার্কেল বাংলাদেশ। সোমবার (১২ ডিসেম্বর) প্লানেট এগ্রো লিমিটেডের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
কাপ্তাইয়ের ওয়াজ্ঞাছড়া ৪১ বিজিবি ব্যাটালিয়নের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবি ব্যাটালিনের সীমান্ত পরিবার কল্যান সমিতির সভানেত্রী মৌটুসী খন্দকার।
এ সময় ৪১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ আলম, ৪১ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা, ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান আসিফ মাহমুদ সাকিব, সদস্য- এজাজ মাহমুদ রনি, সিফাত উদ্দিন বেগ, ফাহদ ইসলাম চৌধুরী ও মাহমুদ আল ওয়াহিদ ইসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএম