দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিতঃ 8:46 pm | December 12, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দুইজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক দুটির বিষয়ে ঋণ বিতরণ ও বিভিন্ন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই আলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন ও অনিয়ম যাতে না হয়, সেসব দেখার জন্য দুই ব্যাংকেই দুজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

জানা যায়, পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ওই দুই কর্মকর্তা ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদের সব সভায় অংশগ্রহণ করবেন। সেখানে কোনো বক্তব্য থাকলে তারা জানাবেন।

সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ ওঠে। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা ঋণ দেওয়ার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়।

কালের আলো/এসবি/এমএম