ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
প্রকাশিতঃ 8:46 pm | November 20, 2022

কালের আলো প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালের আলো/এসবি/এমএম