ধামরাইয়ে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিতঃ 10:42 am | November 02, 2022

কালের আলো প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বালিথা এলাকায় কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– ইসরাফিল ও স্বপ্না বেগম। তারা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। স্থানীয় গ্রাফিক্স ডিজাইন কারখানার অপারেটর পদে চাকরি করতেন তারা।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাইসাইকেলযোগে রওনা দেন ওই দম্পতি। তারা ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা জামান পরিবহনের একটি ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।

কালের আলো/এসবি/এমএম