‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড’ পেলেন মেয়র আতিক

প্রকাশিতঃ 3:53 pm | October 20, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পৃথিবী জুড়ে জলবায়ুর সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্লাটফর্ম C-40 সিটিজ ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে C- 40 সিটিজ এর চলমান সম্মেলনে ‘জলবায়ুর স্থিতিস্থাপকতা নির্মাণ করতে ঐক্যবদ্ধ’ ক্যাটাগরিতে জমকালো অনুষ্ঠানে মেয়র আতিককে এই এওয়ার্ডটি তুলে দেওয়া হয়।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ স্থান সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া উন্মুক্তস্থান সমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, ২টি কবরাস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রম এই পুরস্কার প্রাপ্তিতে ভূমিকা রেখেছে।

কালের আলো/বিএসবি/এমএম