দেশে ফিরেছে টাইগাররা

প্রকাশিতঃ 1:18 pm | September 03, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

এশিয়া কাপ শুরুর আগে অবশ্য এবার আশার ফানুস ওড়ানো হয়নি। তবে তাই বলে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে দেশে ফিরবে বাংলাদেশ, এমনটাও কেউ কল্পনা করেনি। এই এশিয়া কাপে সেটাই নিয়তি হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হারের পর বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও ২ উইকেটের পরাজয়। তাতেই চলতি এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এবারের সেই ব্যর্থ মিশন শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।

সপ্তাহখানেক ছুটি কাটিয়ে আবারও ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ই সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের কাছেও টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত হয় বাংলাদেশ। যেকারণে এশিয়া কাপ নিয়ে টাইগার সমর্থকদের প্রত্যাশার পারদটা ছিল তলানিতে। তবে সাকিব আল হাসান অধিনায়ক হওয়ায় ফের স্বপ্ন বুনেছিল ভক্তরা। দেশসেরা অলরাউন্ডারের নেতৃত্বেও পারেনি বাংলাদেশ। টানা দুই হারে শেষ হয়েছে এশিয়া কাপের মিশন।

এশিয়া কাপের প্রথম ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও আফগানিস্তানের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৭ উইকেটের ব্যবধানে হেরে যায় সাকিব-মুশফিকরা। দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ করেও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি টাইগাররা।

বাংলাদেশের পরবর্তী মিশন ত্রিদেশীয় সিরিজ। আগামী ৭ই অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে প্রতিযোগিতাটি। সিরিজটির গ্রুপপর্বে স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে মোট ৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩০শে সেপ্টেম্বর নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

কালের আলো/এসবি/এমএম