লিটনের ব্যাটে জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিতঃ 7:39 pm | July 31, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আবারও ব্যর্থ মুনিম শাহরিয়ার। প্রথম ম্যাচে ৪ রান করা মুনিম দ্বিতীয় ম্যাচে ৭ রান করে বোল্ড হয়ে ফিরেছেন। এই ওপেনার ফিরলেও লিটন দাসের ব্যাটের জয়ের পথেই রয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। জিম্বাবুয়ের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে বাকি ১৪ ওভারে বাংলাদেশকে করতে হবে ৮৩ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে লিটন নিজের মতো করে খেলতে থাকেন। নিজের জোনে বল পেলেই সীমানাছাড়া করছিলেন এই ওপেনার। পাওয়ারপ্লে শেষে ২২ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৬ রান করে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান। অপর প্রান্তে ৬ বলে ১০ রান করে অপরাজিত আছেন আনামুল হক বিজয়।

কালের আলো/এমএইচ/এসবি