ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শাহ্ কামাল আকন্দ

প্রকাশিতঃ 7:17 pm | July 18, 2022

কালের আলো প্রতিবেদক:

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।

সোমবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার সকল থানার মধ্যে অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসিকে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, বিপিএম সেবা।

জানা যায়, জুন মাসে অপরাধ সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিট পুলিশিং সভা, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধারে ভূমিকা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সকল থানার মধ্যে মাসিক কল্যাণ সভায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দকে পুরস্কৃত করা হয় ।

এ প্রসঙ্গে ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

কালের আলো/এসবি/এমএম