ফিলিস্তিনিদের চিকিৎসায় ১০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিতঃ 12:37 pm | July 16, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
মধ্যপ্রচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট জোর বাইডেন ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অগাস্টা ভিক্টরিরিয়া হাসপাতাল পরিদর্শনকালে শুক্রবার এ ঘোষণা দেন বাইডেন। খবর আনাদোলুর।
বাইডেন বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে- পূর্ব জেরুজালেমের হাসপাতালটিতে আরও ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে ফিলিস্তিনি লোকজন আরও বেশি চিকিৎসাসেবা পাবেন।
বাইডেন আরও বলেন, আমি চাই ইসরাইলিদের মতো ফিলিস্তিনি জনগণও একই ধরনের স্বাস্থ্যসেবা পাক। এ ক্ষেত্রে যাতে কোন ধরণের বৈষম্য না হয়।
শুক্রবার পূর্ব জেরুজালেম সফরের সময় কোন ইসরাইলি বা ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী সঙ্গে রাখেননি।
পূর্ব জেরুজালেমের পর বাইডেন ফিলিস্তিনের প্রাচীন শহর বেথেলহেম পরিদর্শন করেন।
কালের আলো/ডিএস/এমএম