পথশিশুদের জন্য ছাত্রলীগের ‘বিদ্যানন্দিনী শেখ হাসিনা বিদ্যালয়’

প্রকাশিতঃ 2:39 pm | November 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিদ্যালয়টির নাম ‘বিদ্যানন্দিনী শেখ হাসিনা বিদ্যালয়’। মূলত পথশিশুদের লেখাপড়ার জন্য বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছে, যার উদ্যোক্তা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনি।

ময়মনসিংহ নগরীর নতুন বাজার সংলগ্ন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের অস্হায়ী কার্যালয় ঘেষে বিদ্যালয়টি স্হাপন করা হয়েছে।

বিদ্যালয়টির শিক্ষক ও সমন্বয়ক মোস্তফা কামালের তত্বাবধানে বর্তমানে নিয়মিত প্রায় ২০ জন শিশু এখানে লেখাপড়া করছে।

এ বিষয়ে মোস্তাফা কামাল বলেন, আমাদের নেতা নওশেল আহমেদ অনি পথশিশুদের সাক্ষরতার আওতায় আনতে আমাদের দিক নির্দেশনা দিলে আমরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নামে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করি।পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম,নিয়মিত টিফিন প্রদান,বিনামূল্যে বইপত্র প্রদান করা হয়ে থাকে।

এই বিদ্যালয়ে পথশিশুদের পড়ালেখার সুযোগ হওয়ায় উচ্ছ্বসিত সেসব শিশু ও তাদের অভিভাবকরা।

উল্লেখ্য, মহানগর ছাত্রলীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনির সহযোগীতায় ‘দেশরত্ন শেখ হাসিনা গ্রন্হাগার’, ‘বঙ্গবন্ধু পাঠচক্র’,’আলোছায়া’ নামক সেচ্ছাসেবী সংগঠনও বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।

কালের আলো/একে/এমএইচএ