নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, গ্রেপ্তার ৪

প্রকাশিতঃ 6:43 pm | May 19, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীকে পাস করিয়ে দিতে চুক্তি হতো ১০-১৫ লাখ টাকা। এজন্য অগ্রিম দিতে হতো দুই লাখ টাকা। হলে প্রবেশের সময় সুকৌশলে পরীক্ষার্থীকে দেওয়া হতো ‘হিডেন স্পাই ওয়্যারলেস কিট’। এই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে সরবরাহ করা হতো প্রশ্নপত্রের সমাধান। সম্প্রতি তিন পর্বে চলমান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তৎপর হয়ে উঠেছিল একটি সিন্ডিকেট।

এই চক্রের মূলহোতা ইকবাল হোসেন। ইকবাল পেশায় স্কুল শিক্ষক। প্রশ্ন জালিয়াতি, প্রশ্নপত্রের সমাধানসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে উপার্জন করেছেন বিপুল অর্থ। এসব অর্থের মাধ্যমে গড়েছেন বিলাসবহুল বাড়ি। কিনেছেন জমিজমাও। সরকারি বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা ইকবালের অবৈধ কর্মকাণ্ডের সহযোগী।

অভিনব এ প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৯ মে) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেপ্তাররা হলেন- মো. ইকবাল হোসেন (৪২), রমিজ মৃধা (৩০), মো. নজরুল ইসলাম (৫০), ও মো. মোদাচ্ছের হোসেন (৬২)।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চক্রটি গত ২২ এপ্রিল প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ১৬ জনকে এ ডিভাইস সরবরাহের মাধ্যমে উত্তর সরবরাহ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় আরও ১২-১৪ জনকে ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের চুক্তি হয়েছিলো। তবে এর আগেই চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব।

এ নিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রের সদস্যরা প্রথমে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে ওই নিয়োগ পরীক্ষার হল ও পরীক্ষার গার্ড সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করে।

‘এরপর তারা দেশের বিভিন্ন অঞ্চলের চাকরি প্রত্যাশীদের খুঁজে বের করে চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০-১৫ লাখ টাকার চুক্তি করে। যারা এতে রাজি হতেন, অগ্রিম ২ লাখ টাকা নেওয়ার পর তাদের ডিজিটাল ডিভাইসগুলো সরবরাহ করতো প্রতারক চক্র।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চক্রের মূলহোতা ইকবাল হোসেন ২০০৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৫ সালে একই এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি আলতাফ হোসেন নামে একজনের সঙ্গে পরিচয়ের সূত্রে এই চক্রে জড়িয়ে যান তিনি। ২০২০ সালে করোনায় আলতাফ মারা যাওয়ার পর চক্রটি নিজেই পরিচালনা শুরু করেন ইকবাল।

গ্রেফতার রমিজ এই চক্রের অন্যতম সহযোগী। ২০২০ সালে ইকবালের সঙ্গে পরিচয় সূত্রে এই চক্রে জড়ান তিনি। ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা থাকায় পরীক্ষার সময় তিনিই পরীক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে সংযুক্ত করে বাইরে থেকে উত্তর সরবরাহ করতেন।

এক প্রশ্নের জবাবে মঈন বলেন, মোদাচ্ছের আর নজরুল মূলত পরীক্ষা কোন হলে অনুষ্ঠিত হবে, গার্ডের দায়িত্বে কে থাকবে, এসবের খোঁজ-খবর নিতো। এরপর পরীক্ষা শুরুর পর পর কারো মাধ্যমে প্রশ্নের ছবি হোয়াটসঅ্যাপে তাদের কাছে চলে আসতো। আমরা সেসব লোকজনদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চক্রটি ২০১৫ সাল থেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে ১০-১৫ লাখ টাকায় চুক্তি করতো। আনুমানিক ৩০ জনের সঙ্গে চুক্তি করলে ২-৩ জনকে কোনোভাবে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করতো তারা। অনেক সময় স্বাভাবিকভাবেই ৩-৪ জন চাকরি পেয়ে যেতো। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

২০২০ সাল থেকে ডিভাইসের মাধ্যমে নতুন পন্থায় চাকরির নিয়োগ পরীক্ষার এই প্রতারণা শুরু করে চক্রটি। অনেক সময় তারা পরীক্ষার্থীদের খোঁজ নেয়। আবার অনেক সময় যারা পরীক্ষায় অংশ নেয় তারাই তাদের কাছে যায়। গত ২২ এপ্রিল ১৬ জনকে এ প্রক্রিয়ায় উত্তর সরবরাহ করেছে বলে জানতে পেরেছি। আমরা তাদের বিষয়েও খোঁজ নিচ্ছি।

এই ডিভাইসগুলো তারা কীভাবে কোথা থেকে এনেছে এমন প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, এই ডিভাইসগুলো পার্শ্ববর্তী দেশ থেকে তারা অসৎ উদ্দেশ্যে এনেছে বলে জানিয়েছে। সাধারণত এ ধরনের ডিভাইসগুলো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করে। আমরাও এগুলো কিনতে চাইলে যথাযথ নিয়ম মেনে কিনে থাকি। এর বাইরে কেউ এসব ডিভাইস বিক্রি করছে কি না, সেখানে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।

কালের আলো/ডিএসবি/এমএম