ডব্লিউআইসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট হলেন ডা. মালিহা মান্নান
প্রকাশিতঃ 6:27 pm | March 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের আওতাধীন উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডব্লিউআইসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. মালিহা মান্নান। তিনি জেমকন গ্রুপের পরিচালক এবং অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা। এর আগে তিনি ডব্লিউআইসিসিআই’র সদস্য ছিলেন।
সোমবার (২৮ মার্চ) রাজধানীর গুলশান ২ নম্বরে ইন্ডিয়ান হাউজে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিউআইসিসিআই) এর উদ্যোগে স্বাধীনতা দিবস এবং নারী দিবস উদযাপন অনুষ্ঠানে সংগঠনের নতুন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।
এ সময় সংগঠনটির সদস্য পদে তিনজন নারী উদ্যোক্তার নাম ঘোষণা করা হয়। তারা হলেন— সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নাহিদ মাহতাব, সাথী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মিফরা জাহির এবং দি একমি ল্যাবরেটরিজের পরিচালক তাসনিম সিনহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী, সংসদ সদস্য নাঈম রাজ্জাকসহ ডব্লিউআইসিসিআই’র নারী উদ্যোক্তারা।
কালের আলো/এসবি/এমএম