ময়মনসিংহে ৪ দিনব্যাপী গাড়ি মেলা শুরু

প্রকাশিতঃ 8:02 pm | March 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে ৪ দিনব্যাপী গাড়ি মেলা শুরু হয়েছে। আকিজ গ্রুপে আয়োজনে মেলায় বিভিন্ন রকমের চায়নার কোম্পানী সিনোট্রাক গাড়ি দিয়ে সাঁজানো হয়েছে পশরা।

মঙ্গলবার (২২ মার্চ) নগরীর ঢাকা বাইপাস মোড় সংলগ্ন দিঘারকান্দা এলাকায় বর্নাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

এ সময় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন আকিজ মটরসের প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দীন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, আকিজ মটরসের হেড অফ এইচ ডি টি মো: কামরুল ইসলাম মামুন, হেড অফ এল ডি টি আনোয়ার হোসেন, সহকারী ব্যবস্থাপক সোহেল রানা প্রমূখ।

মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারাও অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে আকিজ মটরসের প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দীন বলেন, সুনামের সাথে আকিজ মটরস র্দীঘদিন ধরে ব্যবসা করে আসছে। ফলে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রকমের গাড়ি নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। আশা করছি এতে ক্রেতার চাহিদা পূরণ হবে।

কালের আলো/এসবি/এমএম