ময়মনসিংহে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিতঃ 8:33 pm | November 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের গৌরীপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজানকাশিয়ার চর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত কয়েকদিন ধরে অজ্ঞাতানামা লোকটি ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভবঘুরের মতো ঘুরাফেরা করছিলো। আজ সকালে ওই গ্রামের আলালের ধানক্ষেতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি ও ঘটনা তদন্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কালের আলো/ওএইচ