লিটনের পর মুশফিকের ফিফটি, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
প্রকাশিতঃ 2:57 pm | November 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। অবশেষে লিটন দাস ও মুশফিকুর রহিমের দুরন্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
লিটন ক্যারিয়ারের ১০ম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ৯৫ বলে, ৬টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে। আর মুশফিক ৮ বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নিয়েছেন ১০৮ বল খেলে। দুজনের জুটিতে রান এসেছে ১০০-এর বেশি।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (২৬ নভেম্বর) সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ থিতু হনে পারেননি সাইফ হাসান। পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির বাউন্সারে বল নিয়ন্ত্রণে না রাখতে পেরে উইকেট হারান এই ওপেনার। ব্যক্তিগত ১৪ রান করে সাঝঘরে ফেরেন তিনি।
সাইফের বিদায়ের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি আরেক ওপেনার সাদমানও। হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন তিনি। ব্যাট করতে নেমে ইনিংস বাড়াতে ব্যর্থ হন অধিনায়ক মুমিনুল হকও। সাজিদ খানের বলে ব্যক্তিগত ৬ রানে উইকেট হারান তিনি।
তিনে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ফাহিম আশরাফের বলে সাজিদ খানের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৪ রানে উইকেট হারান তিনি।
চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে তখন মাঠে নেমে লিটনের সঙ্গে দলের হাল ধরেন মুশফিক। ব্যাট হাতে থিতু হয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়াচ্ছেন এই দুই ব্যাটার। প্রথম সেশনে ৬৯ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে নিয়েছেন ভালো অবস্থানে। অথচ দুজনের শুরুটা ছিল নড়বড়ে। মুশফিকের প্রথম ৫ রান এসেছে ৪০ বলে! কিন্তু ধীরে ধীরে থিতু হয়ে রান তোলায় মনোযোগী হয়েছেন দুজনেই।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও সাজিদ খান।
কালের আলো/টিআরকে/এসআইএল