বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আফজাল খানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
প্রকাশিতঃ 5:36 pm | November 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মঙ্গলবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী শোক বার্তায় আরও বলেন, আফজল খান কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ ও দর্শন বাস্তবায়নে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে আফজাল খান বার্ধ্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল