হাসান আজিজুল হক ছিলেন বাঙলা সাহিত্যের উজ্জ্বলতম প্রদীপ: বশেফমুবিপ্রবি ভিসি

প্রকাশিতঃ 1:39 pm | November 16, 2021

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলোঃ

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

সোমবার (১৫ নভেম্বর) এক শোক বার্তায় উপাচার্য বলেন, হাসান আজিজুল হক ছিলেন বাঙলা সাহিত্যের একজন উজ্জ্বল প্রদীপ। তাঁর মৃত্যু এদেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আপন কর্মে পাঠকের মনে ভাস্বর হয়ে থাকবেন তিনি।

‘আমি উপমহাদেশের প্রখ্যাত এই কথাসাহিত্যিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক বইবার শক্তি দান করেন,’ বলেন তিনি।

এর আগে সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান আজিজুল হক।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেয়া হাসান আজিজুল হক ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

হাসান আজিজুল হকের গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা।

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে তাঁকে একুশে পদকে এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

কালের আলো/টিআরকে/এসআইএল