‘ভারত মহাসাগরে কোন দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ’
প্রকাশিতঃ 9:46 pm | November 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো”
বর্তমান ভূ-রাজনীতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চল নিয়ে প্রতিটি বড় শক্তির আগ্রহ থাকলেও একক কোনও শক্তির আধিপত্য বাংলাদেশ চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আরও পড়ুন: যুক্তরাজ্যের অস্ত্র কেনার প্রস্তাবে বাংলাদেশের না
তিনি বলেছেন, কেউ গ্রুপিং করলে সঙ্গে সঙ্গে বলি, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না। এটি আমাদের নীতি।
রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানাতে এর আয়োজন করা হয়।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী
প্রসঙ্গত, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুইদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।
এবারের সম্মেলনে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএম