যুক্তরাজ্যের অস্ত্র কেনার প্রস্তাবে বাংলাদেশের না

প্রকাশিতঃ 9:27 pm | November 14, 2021

নিজস্ব সংবাদদাতা ,কালের আলো:

যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র কেনার প্রস্তাবে বাংলাদেশ অসম্মতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৫ নভেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) নিয়ে এক সংবাদ সম্মেলনে রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য পাঁচটি যুদ্ধজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল জানিয়ে ড. মোমেন বলেন, প্রস্তাবে ছিল- দুটি আমাদের দেশে বানানো হবে এবং বাকিগুলো তাদের দেশে বানাবে। দ্বিতীয়ত, তারা আমাদের ডক-ইয়ার্ডও উন্নত করবে।

তিনি বলেন, আমরা বলেছি বিষয়টি দেখব। এখনও সম্মতি দিইনি। অন্য যে প্রস্তাবগুলো আছে সেগুলোও পরে দেখব বলে জানিয়েছি।

আরও পড়ুন: ‘ভারত মহাসাগরে কোন দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের বৈঠক হয়েছে। তিনি সবাইকে বলেছেন, বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য, শিক্ষা ও জীবনের মানোয়ন্নন।

এর আগে ৫ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, যুক্তরাজ্য বাংলাদেশে ন্যাভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। আমরা নীতিগতভাবে সম্মত যে পাঁচটা নেবো। এরমধ্যে তিনটা তারা তৈরি করবে, দুটো আমরা করবো। আমাদের জাহাজ বানানোর ডক উন্নয়নের কাজ তারা করবে।

কালের আলো/আরএসবি/এমএম