সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 6:30 pm | November 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত-বাংলাদেশের দুদেশের সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকার রয়েছে। কিন্তু তারপরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য এটা লজ্জার।

আরও পড়ুন: যুক্তরাজ্যের অস্ত্র কেনার প্রস্তাবে বাংলাদেশের না

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন সময়ে একমত হয়েছে যে- ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটবে না, কিন্তু তা সত্ত্বেও অব্যাহত আছে।

সোমবার (১৫ নভেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মন্ত্রী পরিষদের এক সংবাদ সম্মেলনে রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘ভারত মহাসাগরে কোন দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ’

সীমান্তে বাংলাদেশি মানুষকে হত্যার বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, আমার কিছু বলার নেই। সীমান্ত হত্যা নিয়ে ভারত সবসময় মন্তব্য করে এসেছে, জীবন বাঁচানোর শেষ উপায় হিসেবে বিএসএফ গুলি চালায়।

তিনি বলেন, বাংলাদেশ বলবে যে, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসঙ্ঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদসহ বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন চলতি সপ্তাহেই।

কালের আলো/এসবি/এমএইচএ