টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 3:54 pm | November 02, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
টস ভাগ্য সহায় হয়নি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদদের। টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টেম্বা বাভুমা। তাই তো প্রথমে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামবে চোটজর্জর বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হার দেখতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকদের।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই নেই সাকিব আল হাসান। তার জায়গায় একাদশে এসেছেন শামীম পাটোয়ারি। অন্যদিকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, তার জায়গায় খেলবেন নাসুম আহমেদ।
এর আগে সুপার টুয়েলভে কোয়ালিফাই করে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারার পর পরবর্তী দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হারে টাইগাররা।
অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে সুপার টুয়েলভ শুরু করলেও পরবর্তী দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), শামিম পাটোয়ারী, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), র্যাসি ভন ডার ডুসেন, এইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া এবং তাবরাইজ শামসি।
কালের আলো/টিআরকে/এসআইএল