দৌলতদিয়ায় ৮ কিলোমিটার সড়কে যানবাহনের সারি

প্রকাশিতঃ 3:09 pm | October 29, 2021

কালের আলো সংবাদদাতা:

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় আট কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। এসব যানবাহনের বেশিরভাগই পণ্যবাহী ট্রাক। এতে নদী পারাপারে অপেক্ষারত যাত্রী ও গাড়িচালকরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই চিত্র দেখা গেছে।

এদিকে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এতে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। আবার রাজবাড়ীর দৌলতদিয়ায় ৭ ফেরিঘাটের মধ্যে ৪টি ঘাট চালু রয়েছে। ফলে উভয় পারেই ঘাটসংকটের কারণে ফেরিগুলো পাড়ে গিয়ে সহজে ভিড়তে পাড়ছে না। এতে ফেরি আনলোড করতে সময় বেশি লাগছে। আবার বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপও এই রুটে রয়েছে। ফলে দৌলতদিয়া প্রান্তে যানজট সৃষ্টি হচ্ছে।

পটুয়াখালী থেকে আসা ট্রাকের চালক আবদুল গনি মন্ডল বলেন, আমাদের ভোগান্তির আর শেষ নেই। ফেরির জন্য অপেক্ষা করতে করতে ১৮ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো ফেরির দেখা পাইনি। দিনে ঘাটে কোনো দালালের রাজত্ব না চললেও রাতে ঠিকই দালালের রাজত্ব বেড়ে যায়। তখন টাকা দিয়ে অনেকেই সিরিয়াল ভেঙে রং রুট দিয়ে গাড়ি চালিয়ে ফেরিতে উঠে যায়। আমি টাকা দিতে পারি নাই তাই সিরিয়ালে এখনো অপেক্ষা করছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করে দেওয়া হচ্ছে।

কালের আলো/টিআরকে/এসআইএল