৪৩তম বিসিএসের প্রিলিতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ২৪৪ জন

প্রকাশিতঃ 11:56 am | October 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। কয়েক ধাপ শেষ করার পর এই বিসিএসে নিয়োগ দেওয়া হবে এক হাজার ৮১৪ জনকে। সে হিসেবে প্রিলিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৪৪ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্টিত হয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে।

পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের এক হাজার ৮১৪টি পদের জন্য আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। এক হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

২০০ নম্বরের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হচ্ছে।

কালের আলো/এসবি/এমএম