ত্রিশালে ভিবিডির দিনব্যাপী ভেজাল বিরোধী প্রচারণা
প্রকাশিতঃ 3:24 pm | October 24, 2018

প্রতিনিধি, কালের আলো:
ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) ময়মনসিংহ জেলার উদ্যোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভেজালবিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(২৩ অক্টোবর) সকাল ১০ টায় ত্রিশাল উপজেলা পরিষদের সামনে থেকে এই প্রচারণা শুরু হয়ে সারাদিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির এর উপস্থিতিতে এই প্রচার অভিযান শুরু করেন জেলার ভলান্টিয়ার ও জাককানইবি’র ভলান্টিয়ারগণ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ সহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।