টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 3:52 pm | October 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার। তাতে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। তার প্রথমটায় ওমানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২৬ রানে। সেই জয়ের এক দিন পরেই আবার আরেক বাঁচা মরার লড়াই, পাপুয়া নিউ গিনির বিপক্ষে নামছে দল।
সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছে টসে। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
এর আগের দুই ম্যাচেও টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে ফিল্ডিং নিয়ে হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে আসে সাফল্য। তাই প্রথম পর্বের শেষ ম্যাচেও টস জিতে ব্যাটিং নিতে ভুল করলেন না বাংলাদেশ অধিনায়ক।
নিজেদের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান কঠিন করে তুলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের থেকে পিছিয়ে থাকা স্কটল্যান্ডের কাছে হেরে যান মাহমুদউল্লাহরা। তবে ওমানকে হারিয়ে এখনো টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ, তাই মাহমুদউল্লাহদের বাঁচা-মরার। পরের পর্বে যেতে হলে ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
তবে শুধু জয় নয়, আজ পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড ও ওমানের মধ্যকার ম্যাচের দিকেও। আজ দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড যদি ওমানকে হারিয়ে দেয় এবং বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায়, তাহলে সরাসরিই সুপার টুয়েলভে উঠবে মাহমুদউল্লাহর দল।
আর যদি স্কটল্যান্ড হেরে যায়, তাহলে হিসাব হবে রানরেটে। তখন ওমান, বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার যে দল রানরেটে এগিয়ে থাকবে, তারাই যাবে বিশ্বকাপের মূল পর্বে। তাই আজকের দুটি ম্যাচই হাইভোল্টেজ।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।