জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

প্রকাশিতঃ 3:00 pm | October 04, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

জাপানের শততম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান ফুমিও কিশিদা।

সোমবার (৪ অক্টোবর) পার্লামেন্ট থেকে অনুমোদন পাওয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।

এর আগে বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দলটির নতুন নেতা নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারো কোনো।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফুমিও কিশিদা জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময় জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন দেশটির সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রনেতা শিনজো আবে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে নভেম্বরে অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন।

ফুমিও কিশিদা বিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হলেন।

কালের আলো/টিআরকে/এসআইএল