নিকলী হাওরে এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ১

প্রকাশিতঃ 3:08 pm | September 25, 2021

কালের আলো সংবাদদাতা:

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই পর্যটক নিখোঁজের একদিন পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর কেওড়া গাছতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রনি কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। নিখোঁজ মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। তারা দু’জনই ঢাকায় থেকে পিকআপভ্যান চালাতেন বলে জানা গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে একটি বাসে ৫০ জনের একটি দল নিকলী বেড়িবাঁধ এলাকায় বেড়াতে যান। সেখানে দুটি নৌকা ভাড়া নিয়ে নিকলী হাওরে ঘুরতে বের হন তারা।

পরে দুপুর ২টার দিকে ঘোড়াদিঘা গ্রামের পাশে ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়া গাছতলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন আলমগীর ও রনি। গোসল শেষে নৌকায় উঠে আলমগীর ও রনিকে নৌকায় দেখতে না পেয়ে সবাই তাদেরকে আশেপাশে খোঁজাখুঁজি করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান রাত ১২টার পর বন্ধ করে দেয়া হয় বলে জানান ওসি।

কালের আলো/টিআরকে/এসআইএল