ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৫০

প্রকাশিতঃ 1:56 pm | September 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ৫০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়।

অভিযানে আটকদের কাছ থেকে ১৬৭৯ পিস ইয়াবা, ১৫৮ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল