বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল মালয়েশিয়া

প্রকাশিতঃ 6:12 pm | September 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার, ব্যবসায়ী, বিনিয়োগকারীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। কেস বাই কেস বেসিসে মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হবে।

মালয়েশিয়া প্রবেশে ভ্যালিড ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা ডোজ, কোভিড নেগেটিভ সনদ নিতে হবে। একই সঙ্গে সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত ৮ মে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

কালের আলো/টিআরকে/এসআইএল