নতুন ফ্ল্যাটে উঠলেন পরীমণি

প্রকাশিতঃ 10:25 pm | September 20, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

নতুন ফ্ল্যাটে উঠলেন চলতি সময়ের আলোচিত নায়িকা পরীমণি। পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন। পোস্ট করা সেই ছবিতে লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতায় দেখা যায় ’স্বপ্নজাল’ খ্যাত এ নায়িকাকে। ঝুটি বাঁধা চুলে বেশ উচ্ছ্বসিত দেখায় তাকে।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তি, যার বাংলা তরজমা হলো, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’

২৭ দিন কারাগারে থাকার পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। ওই দিন তিনি যখন বনানীর বাসায় ফেরেন, তখনই দেখতে পান তাকে বাসা ছাড়ার নোটিশ দিয়ে রাখা হয়েছে। ওই আবাসনের অন্য বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই বাড়ির মালিক পরীকে বাসা ছাড়তে নির্দেশ দেন। সবকিছু বিবেচনা করে তিনিও নির্দেশ মেনে নেন। তবে কবে নাগাদ বাসা পরিবর্তন করবেন, সেটা এখনো ঠিক করেননি।

এর আগে গত ৪ আগস্ট পরীমণিকে গ্রেফতার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। সেই মামলার অংশ হিসেবে কয়েক দিন আগে তিনি আদালতে হাজিরাও দিয়ে এসেছেন।

মামলা, কারাবাস, বিতর্ক সবকিছু ছাপিয়ে পুনরায় কাজেই মনোযোগী হচ্ছেন পরীমণি। ইতোমধ্যে অংশ নিয়েছেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে। সম্প্রতি যুক্ত হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনীন’ সিনেমায়। এছাড়া ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমাগুলোর শুটিংও শিগগিরই শুরু করবেন।

কালের আলো/টিআরকে/এসআইএল