জাতিসংঘ মহাসচিবকে তালেবানের চিঠি

প্রকাশিতঃ 9:30 pm | September 18, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছে তালেবান। চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা দেবেন। এ ছাড়া নারী অধিকার নিয়েও চিঠিতে উল্লেখ আছে বলে জানান তিনি। খবর এনডিটিভি’র।

গুতেরেস বলেন, ত্রাণসহায়তা নিয়ে তালেবানের সাথে আমাদের আলোচনা হয়েছে। কোনো ধরনের বৈষম্য ছাড়া পুরো আফগানিস্তান জুড়ে মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো, জাতিসংঘে কর্মরতদের সুরক্ষা, নারী অধিকার ইস্যুতেও তালেবানের সাথে আলোচনা হয়েছে।

তালেবানের সঙ্গে এসব ব্যাপারে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এসব ইস্যুতে তালেবান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তালেবানের সঙ্গে জাতিসংঘের এই আলোচনা শুরু হয়েছে চলতি মাসের শুরুর দিকে। এ জন্য জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতস আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছেন।

গত মাসে কাবুল দখল করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এর কয়েকদিন পর তারা মন্ত্রিসভা গঠন করে। সরকার গঠনের পর বেশকিছু ব্যাপারে কঠোর হয়েছে তালেবান। দেশটিতে নারী-পুরুষের পড়ালেখায় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। নারীদের কর্মস্থলে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি পুরুষদের জন্য ৪০০ খেলার অনুমোদন দিলেও সম্ভাবনাময় আফগান নারীদের জন্য কোনো খেলার অনুমতি দেওয়া হয়নি।

এ ছাড়া তালেবানের কঠোর শাসনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ। ওই অঞ্চলে শরণার্থী সংখ্যা বাড়ছে ও মানবিক সংকট প্রকট হচ্ছে। এসব ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।

কালের আলো/টিআরকে/এসআইএল