টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 4:20 pm | September 03, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়। এবার ব্যবধান দ্বিগুণ করার পালা বাংলাদেশের। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) মিরপুরে জয়ের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও জিটিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখা যাবে।
একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় মাহমুদউল্লাহর দল।
নিউজিল্যান্ড একাদশ : রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
কালের আলো/এসবি/এমএম