আফগানিস্তান ছাড়লো যুক্তরাষ্ট্র, তালেবানের জয় উদযাপন

প্রকাশিতঃ 10:15 am | August 31, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

দীর্ঘ যুদ্ধের সমাপ্তি আগেই ঘোষণা করা হয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। ৩১ আগস্টের চূড়ান্ত সময়সীমার মধ্যেই কাবুল থেকে নিজেদের নাগরিক ও নির্দিষ্ট আফগানদের উদ্ধার করে আফগানিস্তান ছেড়েছে সর্বশেষ মার্কিন সেনা। এর মাধ্যমে জো বাইডেন ঘোষিত নির্দিষ্ট দিনের মধ্যেই আফগানিস্তান ছাড়ল মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (৩০ আগস্ট) মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ বিমানটি আকাশে ওড়ার পর আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে বিজয় উৎসব উদযাপন করে তালেবান যোদ্ধারা। এরই মধ্যে কাবুল বিমানবন্দরের দখল নিয়েছে তারা। খবর আরব নিউজের

আফগানিস্তান থেকে উদ্ধার অভিযানের চূড়ান্ত সমাপ্তির কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, তারা ছয় হাজার মার্কিন নাগরিকসহ ৭৯ হাজার মানুষকে কাবুল থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে।

কেনেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে ঘোষণা করতে আমি এখানে উপস্থিত হয়েছি। আজ রাতের এ প্রত্যাহার শুধু সেনা প্রত্যাহারই নয়, বরং এটি প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধেরও সমাপ্তি, যে যুদ্ধ আফগানিস্তানে ২০০১ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল।’

বিমানবন্দরে অবস্থান করা তালেবান যোদ্ধা হেমাদ শেরজাদ আরব নিউজকে বলেন, ‘শেষ পাঁচটি বিমান কাবুল ছেড়ে গেছে। এটি শেষ। আমার সুখকে ভাষায় প্রকাশ করতে পারছি না।…আমাদের ২০ বছরের ত্যাগ সফল হয়েছে।’

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র আশা করে যে তালেবান এখন তাদের প্রতিশ্রুতি মেনে চলবে।

ব্লিংকেন বলেন, ‘আমাদের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে গেছে। আফগানিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।’

এই মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের কূটনৈতিক উপস্থিতি স্থগিত করেছে এবং এখানের কার্যক্রম কাতারে সরিয়ে নিয়েছে।

কালের আলো/ডিএসকে/এমএম