বিধিনিষেধ শিথিলের মেয়াদ বাড়ছে না

প্রকাশিতঃ 10:43 am | July 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ঈদুল আজহা সামনে রেখে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিল করা হলেও এর মেয়াদ বাড়ছে না। পূর্বঘোষিত ২৩ জুলাই (শুক্রবার) থেকেই কঠোর বিধিনিষেধ ফের কার্যকর হবে।

বুধবার (২১ জুলাই) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় বিধিনিষেধ শিথিলের মেয়াদ বাড়ানোর কথা ভাবছে না সরকার।

ফরহাদ হোসেন বলেন, করোনার সংক্রমণ রোধে পূর্বঘোষিত ২৩ জুলাই থেকেই ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হবে। এই ১৪ দিন যদি আমরা বিধিনিষেধ মেনে চলি, তাহলে সংক্রমণ কমার সম্ভবনা রয়েছে। ​এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সরকারের বিধিনিষেধ মানতে হবে।

ঈদের সময়ে যারা ঢাকা ছেড়েছেন তারা ঈদের পরদিনের মধ্যে ফিরতে না পারলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

কালের আলো/জেএসডি/এএ