চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

প্রকাশিতঃ 8:51 pm | May 23, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

দেশের আকাশে শনিবার(২৩ মে) সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার(২৪ মে) রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন সোমবার(২৫ মে)।

শনিবার(২৩ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

সভায় দেশের কোনো এলাকা থেকে চাঁদ দেখার খবর না আসায় ৩০ রোজা পূর্ণ করে সোমবার ঈদ পালনের সিদ্ধান্ত হয়। পরে সচিব নুরুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপাারে ব্রিফ করেন।

এবার রোজা ৩০টি হবে এমনটা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার এসব দেশে ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর আমাদের দেশে ঈদ উদযাপিত হয়।

এবার ঈদুল ফিতর আসছে এমন এক মুহূর্তে যখন মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় প্রতিটি দেশেই চলছে লকডাউন। মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে ঈদুল ফিতরের জামাতের অনুমতি দেয়া হয়নি। এছাড়া ঈদে কোলাকুলি, হ্যান্ডসেক নিষিদ্ধ।

এদিকে আমাদের বাংলাদেশে খোলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। নিরাপদ দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত হবে।

কালের আলো/এনএল/এমএইচ

Print Friendly, PDF & Email