কক্সবাজারের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলো বিমান বাহিনী

প্রকাশিতঃ 7:04 pm | April 28, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২৬ মার্চ, ২৯ মার্চ, ১৫ এপ্রিল, ২১ এপ্রিল ও ২৬ এপ্রিল কক্সবাজারের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা ও এর পাশ্ববর্তী এলাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আইএসপিআর জানায়, কক্সবাজারের ওই এলাকায় ৫ শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, পেঁয়াজ, খেজুর, মাল্টা এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা এর কর্মকর্তারা এসব সাহায্য বিতরণ করেন।

জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

কালের আলো/এনআর/এএইচএ