প্রতিপক্ষকে অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান আতিকের
প্রকাশিতঃ 3:36 pm | January 24, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রতিপক্ষকে অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, আমি প্রতিপক্ষকে অনুরোধ করবো আসুন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন করি। ইসির প্রতি আমার অনুরোধ নির্ভয়ে যেন ভোটাররা কেন্দ্রে আসতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করুন। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট দিতে চাই।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিক একথা বলেন।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘একজন সংসদ সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন গুলশান এলাকায় নাকি আমার পোস্টের কম এবং তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয়, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে।’
প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পর আতিক বলেন, ‘আমি জয়ী হলে দায়িত্ব নিলে খেলার মাঠগুলো পুনুরুদ্ধার করবোই। এটির কোনও বিকল্প নাই।’
কালের আলো/এনআর/এমএম