মাশরাফির বিদায়ের ক্ষণ চূড়ান্ত!

প্রকাশিতঃ 8:25 pm | August 03, 2019

কালের আলো স্পোর্টস:

আগামী সেপ্টেম্বরে ঘরের মাটিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাতে কয়েকটি ওয়ানডে ম্যাচ যোগ করার চিন্তা বোর্ডের। লক্ষ্য, ক্যাপ্টেন মাশরাফি বিন মতুর্জাকে বিদায়ের মহেন্দ্রক্ষণ সৃষ্টি। তবে এর জন্য বিসিবি তাকিয়ে জিম্বাবুয়ের দিকে।

আন্তর্জাতিক এফটিপিতে আগামী বছর ঘরের মাঠে বড় কোন ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের। যে কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজে ওয়ানডে খেলতে ইতোমধ্যে জিম্বাবুয়েকে প্রস্তাবও দিয়ে রেখেছে বিসিবি। কারণ বোর্ড কর্তাদের টার্গেট ঘরের মাঠেই যেন মাশরাফির বিদায় ঘটে।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, মাশরাফির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়ে কাজ করছে তারা। তবে তার আগে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান টার্গেট।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘গেল বুধবার জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগস্টের সিরিজটিতে অংশ নিতে তারা আরো কিছুদিন সময় নিয়েছে।’

কালের আলো/এআর/এমএম