ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
প্রকাশিতঃ 9:37 pm | January 16, 2018
স্টাফ করেসপন্ডেন্ট | কালের আলো:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটকরা হলেন- আলমগীর (২২) ও মোজাম্মেল হক (২৯)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মোকামিয়া বাজার এলাকা থেকে ৭৯৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আলমগীরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সঞ্চুর এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হককে আটক করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। আটক ওই দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।