বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

প্রকাশিতঃ 11:55 am | September 11, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলোঃ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার সকালে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সোমবার রাতে এই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সকাল ছয়টায় তা কমে গিয়ে বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের গেট খুলে দেয়ার কারণে বাংলাদেশের তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি পেয়েছে।
কালের আলো/এমএইচ

Print Friendly, PDF & Email