মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে এক লাখ ২২ হাজার শিক্ষার্থী

প্রকাশিতঃ 10:31 am | April 02, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাস মহামারির মধ্যেই ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় বসেছে এক লাখ ২২ হাজার শিক্ষার্থী।

শুক্রবার(০২ এপ্রিল) সকাল দশটায় পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে সকাল এগারোটায়। দেশের ১৯টি কেন্দ্রে পরীক্ষা চলছে।

পরীক্ষাকেন্দ্রে করোনা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন। আর, গত বছর এমবিবিএসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার। ফলে গতবারের তুলনায় এবার দ্বিগুণ পরীক্ষার্থী।

১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে।

তবে পরীক্ষা কেন্দ্রের ভেতরের পরিবেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ বাইরে। পরীক্ষার্থীদের অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। সেখানে প্রচণ্ড ভিড় হওয়ায় স্বাস্থ্যবিধি মানার কোনো চিত্র পরিলক্ষিত হয়নি।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email