ময়মনসিংহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

প্রকাশিতঃ 5:50 pm | January 11, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো  : ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে ময়মনসিংহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় সাকিট হাউজ জিমনেশিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উন্নয়ন মেলা উপলক্ষে সকাল ১০ টার দিকে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে বণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রার নেতৃত্ব দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মেলায় ময়মনসিংহ পৌরসভা, জেলা পরিষদসহ প্রায় ২ শতাধিক স্টল স্থান পেয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান জানান, বিকেলে ‘ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (১৩ জানুয়ারি) এ মেলা শেষ হবে।

Print Friendly, PDF & Email