নতুন গল্পে আসছে সুপারম্যান

প্রকাশিতঃ 11:23 pm | February 28, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:

সুপারহিরো দুনিয়ার অন্যম জনপ্রিয় চরিত্র ‘সুপারম্যান’। ১৯৩২ সালের অক্টোবরে একটি সায়েন্স ফিকশন ম্যাগাজিন দিয়ে যার যাত্রা শুরু, তিনি আসছেন আবার নতুন আঙ্গিকে।

দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই সুপারহিরোকে নিয়ে এবারের গল্প লিখবেন টা-নেহিসি কোটস। প্রযোজনায় রয়েছেন জে.জে. আব্রামস এবং হান্না মিংহেলাও। তবে এখন পর্যন্ত পরিচালক কে হবেন তা ঠিক হয়নি।

সম্প্রতি এক বিবৃতিতে টা-নেহিসি কোটস জানান, ‘প্রযোজক আব্রামসের কাছ থেকে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে আমন্ত্রিত হওয়া সম্মানের বিষয়। আমি আমেরিকার সর্বাধিক আইকনিক পৌরাণিক নায়কটিকে যথাযথ উপস্থাপন করার চেষ্টা করবো।’

অপরদিকে প্রযোজক আব্রামস তার এক বিবৃতিতে জানান, ‘সুপারম্যানকে নিয়ে এখনো নতুন করে বলার অনেক কিছু বাকি রয়েছে। কোটসকে সঙ্গে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত। আশা করছি দারুণ কিছু অপেক্ষা করছে। ওয়ার্নার ব্রোসের জন্য কৃতজ্ঞতা।’

তবে সুপারহিরো নিয়ে কাজ করা কোটসের জন্য এবারই প্রথম নয়। এর আগে মার্ভেল কমিক বইয়ের ‘ক্যাপ্টেন আমেরিকা’ এবং ‘ব্ল্যাক প্যান্থার’ সিরিজও লিখেছেন তিনি।

কালের আলো/ডিএসকে/এমএম

Print Friendly, PDF & Email