বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি কাদেরের

প্রকাশিতঃ 1:37 pm | February 21, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার(২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় উচ্চশিক্ষা এবং উচ্চ আদালতেও বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার স্বপ্নের উদার-অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উৎপাটন করতে হবে।

একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কালের আলো/ডিএসবি/এমএম

Print Friendly, PDF & Email