বাংলাদেশের রাকিবুল এখন ইতালি জাতীয় দলের ক্রিকেটার

প্রকাশিতঃ 9:22 am | September 06, 2018

কালের আলো ডেস্ক:

কুমিল্লা অনূর্ধ্ব-১৭ ও ১৮ দলের হয়েছে বিসিবির বয়সভিত্তিক ক্যাম্পে খেলেছিলেন রাকিবুল হাসান। কুমিল্লা জেলা দলের হয়েও খেলেছেন তিনি। ঢাকার ইন্দিরা রোড ক্রীড়া চক্রেও খেলেছেন, তবে সেখানে তাকে বাবু নামেই চিনে সবাই।

তবে বর্তমানে রাকিবুল ইতালির ক্রিকেটার। তিনি খেলছেন ইতালির হয়ে, বিষয়টা কাকতালীয় হলেও এটাই সত্যি।

জীবিকার সন্ধানে ইতালি পাড়ি জমানোর পর কাজ করেন রেস্তোরায় সেখান থেকেই আবারো খেলায় ফিরলে স্থানীয় ক্লাবে খেলে অবশেষে জাতীয় দলে নাম লিখিয়েছেন তিনি।

রাকিবুল বাংলাদেশি এক দৈনিককে বলেন, ‘বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ে কাঁধে। কিছু আত্মীয়স্বজন ইতালি থাকতেন। তাঁরাই বললেন, এখানে চলে আসতে।’

তিনি বলেন, ‘রক্তে ক্রিকেট, তাই এখানে এসেও খেলাটাকে ভুলে থাকতে পারিনি। মানবাধিকার সংস্থায় থাকার সময়ও বন্ধুদের সঙ্গে টুকটাক খেলতাম।’

ইতালির হয়ে বিশ্বকাপ খেলতে চান জানিয়ে বলেন, ‘আমরা চেষ্টা করছি ইতালির ক্রিকেটকে ওপরের দিকে নিয়ে যেতে। স্বপ্ন একটাই ইতালির হয়ে একদিন বিশ্বকাপে খেলা।’

কালের আলো/খেমা/এমএইচ