ত্রিপক্ষীয় বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে আশাবাদী বাংলাদেশ

প্রকাশিতঃ 8:40 pm | January 19, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চীনের মধ্যস্থতায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আশাবাদী ঢাকা। এ নিয়ে আজ মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ-মিয়ানমার-চীনকে নিয়ে ত্রিদেশীয় বৈঠক হয়। সেই বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আশাবাদী। আমরা বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছি।’

মঙ্গলবার(১৯ জানুয়ারি) দুপুর ২টায় এ সভা শুরু হয়। শেষ হয় সাড়ে ৩টার দিকে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লুও জাওহুইয়ের সভাপতিত্বে বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী হাউ দো সুয়ান। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব ড. মাসুদ বিন মোমেন।

বৈঠক শেষে ড. মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘কবে নাগাদ রোহিঙ্গাদের নিজ আবাসস্থলে ফেরাতে পারব তা নিশ্চিত হওয়ার পরই বলতে পারব। এর আগে আমরা দুটি তারিখ দিয়ে সফল হতে পারিনি। কাজেই এবার যাতে নিশ্চিতভাবে সফল হতে পারি, সে লক্ষ্য নিয়ে কাজ করছি।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘বর্তমানে আমাদের এখানে রোহিঙ্গাদের নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। এর আগে আমরা রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চু্ক্তি করেছি। এ চুক্তির আওতায় ১০ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে আমাদের কয়েক বছর লেগে যেতে পারে। এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঘরে নতুন করে আরো প্রায় ৯০ হাজার শিশুর জন্ম হয়েছে। দিনদিন এ সংখ্যা বাড়তেই থাকবে বলে জানান সচিব।

অপর এক প্রশ্নের জবাবে ড. মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা ছয় দফায় মোট আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছি। এর মধ্যে মাত্র ৪২ হাজারের ভেরিফিকেশন করেছে মিয়ানমার সরকার। আজকের বৈঠকে ভেরিফিকেশেনর বিষয়টি আরো ত্বরান্বিত করার কথা বলেছি।

এর আগে ত্রিদেশীয় এ বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত বুধবার সাংবাদিকদের বলেছিলেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ইতিবাচক আলোচনা হবে বলে আশা করি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের জানুয়ারিতে আমাদের মধ্যে যে বৈঠক হয়েছিল তাতে কিছুটা অগ্রগতি হয়েছিল। তবে দুঃখজনক হলো মিয়ানমার খুব ধীরগতিতে এগোচ্ছে। দেশটির আন্তরিকতার খুব অভাব।

কালের আলো/ডিএসবি/এমএইচএ

Print Friendly, PDF & Email